সোমবার, ১ মার্চ, ২০২১

কামাল হোসেন-এর কবিতা



 ভ্রান্তির কাঁটাগুল্ম

মাঝে মাঝে ভুল করে তুমি হেঁটে যাও বাগানের কাছে,

অনেক বর্ণময় ফুলেদের উৎসবে প্রজাপতির মতো

উড়ে উড়ে স্পর্শ করো গোধূলির শ্রুতিময় বেদনা...

তারপর রক্তাক্ত এক গালিচা মাড়িয়ে

হেঁটে যাও বিষণ্ণতামাখা তোমার শৈশবে,

যেখানে সময় স্তব্ধ হয়ে

এক স্মৃতিমাখা গহ্বরে

তলিয়ে যায় আরো অন্ধকারে--

ভ্রান্তির বেসামাল ছায়া ক্রমশ ঘন হয় তোমার চারপাশে...

 

ভ্রান্তির কাঁটাগুল্ম প্রতিদিন উন্মুখ হয়

স্বাস্থ্যহীন এক অবেলায়, মুহূর্তগুলো

এবড়ো- খেবড়ো পাথরে ধাক্কা খেতে খেতে

অকেজো ঘড়ির মতো ফিসফিসিয়ে সংকেত দেয়,

তোমার শাড়ির আঁচলে আশ্রয় নেয় বিপন্ন ঘুণপোকা

 

 

1 টি মন্তব্য: