সোমবার, ১ মার্চ, ২০২১

সৌমিত্র চক্রবর্তী-র কবিতা


 ভালো থাকা না থাকা

(১)

কেমন আছি এই অবসরপ্রাপ্ত দুপুরে?

হ্যাঁ ভালোই তো আছি

অন্ততঃ ভালো থাকা উচিৎ মনে হয়।



(২)

কখনো এসক্যালেটরের খাঁজে

অবচেতন আমিকে খুঁজে পাই

অবাক হয়ে দেখি

তারও আমার মতোই

মূর্খতা রয়েছে অবিদ্যায়।



(৩)

সামনের অলীক মঞ্চনাটক

দুচার কিস্তির খেজুরে সংলাপ

আগড়ম বাগড়ম হাসির প্রলাপ

আর আমি?

হ্যাঁ তাল মেলাই

তেরে কেটে তাক তাক...



(৪)

নিজের মুখ নিজেকেও লজ্জায় ফেলে,

কঠিন সময় জ্বলে

অতন্দ্রিতা রূপকল্প যেচে সঙ্গ চায়,

কেমন আছি, ভাবার অবসর কই তখন?



(৫)

যে যার ইচ্ছে মতোই পতাকা ওড়ায়

যে যার ইচ্ছেয় খায়দায়

পানপাত্র ঠোঁটে তোলে

নিজেকে সাজায় প্রথম পছন্দের জন্য,

ভালো থাকি কিনা সে প্রশ্ন অবান্তর।



(৬)

গতিজাড্যর অঙ্কও

কখনো সখনো পরাস্ত হয়ে মুখ ঢাকে

ফ্রেশকোয়, জাগার বা জাগানিয়া প্রহর

শুধুই নোনাধরা চার্চের

হাড়হিম ঘন্টাশব্দে

তুড়ুক নাচে,

কে জানে তখন কেই বা ভালো থাকে!



(৭)

এভাবেই সন্ধ্যে হয়

এভাবেই রাত্রি নামে

এভাবেই প্রিয় মুখ নাম লেখায়

অপরিহার্য বা বাতিল তালিকায়,

ব্যবচ্ছেদ শুরু হলে জানতে পারি

ভালো নেই

ভালো নেই

ভালো ছিলাম না কোনোদিনই।

 

৩টি মন্তব্য: