অপার মুগ্ধতা
মৌরিফুলের সুগন্ধে আচ্ছন্ন এ সকাল
শীতল জল অন্তহীন পদচিহ্ন মিছিলের গান
সিঁড়ি-ভাঙার আকুতি উৎসর্গিত এ যাপন
মানুষের সহমর্মিতা জ্যোৎস্নাপ্লাবিত পৃথিবী
ছায়া ছায়া গাছ অলৌকিক মেঘ
ময়ূরের পেখম স্রোতের খেলায় দাঁড়িয়ে –––
ধূসর জানালা চঞ্চল পৃথিবীর দুরন্ত জলরং
তরঙ্গ তোলে বাতাস প্রাণ-স্পন্দন নীল আকাশ।
বন বনান্তর নৃত্যের তালে ঝরে পড়ছে শিশির
উৎসব-মুখর ঝলমল মঞ্চ উল্লসিত বাতাস।
ডাইরির পাতায় নকশাকাটা পর্দা দুলছে
গভীর জলাশয় ছায়াশরীর অপার মুগ্ধতা।
চমৎকার কাব্যভাবনা। কবি'র জন্য শুভকামনা আর ভালোবাসা...
উত্তরমুছুন