মিছিল
জমিন ঘোটালা-র শুনানি চলছে কোর্টে
পার্কের কর্দমাক্ত ঘাসে যুবক-যুবতির দগ্ধ লাশ মেলে
শ্রাবণের প্রথম সোমবার দুধেশ্বরনাথ মন্দির
গঙ্গাজল আর দুধ সহযোগে শিবলিঙ্গ জলাভিষেক
তড়িৎগতি।
দিনের আলোয় স্ট্রিটলাইটস-এর ঝলকানি–––
ইন্দিরাপুরম শিপ্রা-মল যেতে ন্যাশনাল হাইওয়ে-২৪
কিছু অংশ ধ্বসে গেছে বৃষ্টির দাপটে
বি.এস.এন.এল.-এর ‘কেবল’ তার বেরিয়ে পড়েছে নিমেষে।
ধু-ধু প্লট-এ দিনেরবেলা সবজিওয়ালার ভিড়
রাতে সেখানে মাতাল-আড্ডা অন্ধকার সুগভীর।
ফুটপাথভরা নর্দমার জল গড়িয়ে ঢুকছে ঘরে
এমন বর্ষায় ঝুপড়িবাসীর নিদ্রাহীন রাত কাটে...
ডিপ্রেশন, নেশা, হাইস্পিড ––– গাড়ির কন্ট্রোল নেই
চলমান মিছিল লক্ষ্য এখন দিল্লির যন্তর-মন্তরে–––
অসাধারণ কবিতা।
উত্তরমুছুন