শব্দ সন্ধানী
প্রকৃত শব্দ সরে যায় পায়ের শব্দ পেলে।
এসব জেনেও
আমি হা পিত্যেশ বসে থাকি,
রাত জাগি প্রতিদিন।
শব্দের তপস্যায় দিন কেটে যায়
তবু শব্দেরা অধরা থাকে
অচেনা রাত্রির মতো গাঢ় অন্ধকার।
ডানা ঝাপটিয়ে পাখি উড়ে যায় দূরে
সেই শব্দও শুনতে পাই না আমি
এ কেমন মুর্খামি কে জানে
তবু আমি বসে আছি শব্দ-সন্ধানে।
খুব ভালো লাগলো
উত্তরমুছুন