এক ঈশ্বর
শিশুগাছের নামে শৈশব থাকলেও
দৈর্ঘ্যে সে আশি ফুট যেতে পারে।
বিদ্যাসাগর খর্বকায় হয়েও
বাঙালির উচ্চতায় গেঁথেছিলেন গর্ব।
সে সময় কয়েকজন
বিদ্যাসাগর থাকলেও
বাঙালির বিদ্যাসাগর
একমাত্র ঈশ্বরচন্দ্রই
বিদ্যা মমতা সাহস ও সংস্কারকে একসূত্রে বেঁধেছিলেন।
মুণ্ডচ্ছেদ করে জীবনীশক্তি
কমানো যায় না।
কুষাণরাজ কণিষ্ক সেই দ্বিতীয় শতাব্দী থেকে এখনও বেঁচে আছেন।
বিদ্যাসাগরও থাকবেন।
পাষন্ডেরা এসব মাথামুন্ডু না জেনে
শুধু মুন্ডুই ভেঙে দেয়।
বিদ্যাসাগর নামক শিশুগাছটির
মাথার কাছে পৌঁছতে পারে না।
এককথায় অসাধারণ । কী সুন্দর করেছ, রোশনি। আমার সকল মুগ্ধতা তোমাকে জানাই। এগিয়ে চল।
উত্তরমুছুন