সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

প্রণব বসুরায়


 

পায়রা আসে কেন

 

ইচ্ছের পায়রাগুলিকে আজ উড়িয়ে দিলাম

রেলিং থেকে।

কাউকে 'অভদ্রবলা সামাজিক অপরাধ

তাই তাকেও তুলে দিই ঝোলানো টং-......

তুমি বরং এখনই দেখে নাও

বয়মের আচার ঠিক আছে কিনা

আরঘরের কোণে মাছ ধরার ছিপ  হুইল...

আমাদের কত ঘুড়ি ছিলো আর

হাজার হাজার গজ মাঞ্জা সুতো...

বিপর্যয় কি সব নিয়ে যায়যেতে পারে?

#

তাহলে রেলিং ভরে

এখনও পায়রা আসে কেন !

1 টি মন্তব্য: