রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আশিস গোপাল-এর কবিতা

১৯/১২/'২৪

বছর দশেক পর 
কুয়াশায় ভরা সকাল বেলায়
পাখিরা যদিও ঘুমিয়ে
নগ্ন দেহে যদি লজ্জা লাগে গাছের
হলুদ পাতায় ভরা গ্রামের পথে
যদি হঠাৎ দেখা হয় দু'চোখের মাঝে?
যদি হঠাৎ দেখা — 
শ্রাবণের আকাশের মত চোখে
জলছবি যদি আঁকে অতীতের 
সুপ্ত হৃদয়ে লুপ্ত ব্যথা যদি জাগে
যদি চোখে ভেসে আসে অতীতের স্মৃতি
কুয়াশার মাঝে আবারও কি হারাবে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন