রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পার্থ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

অন্যের বাড়ি

অর্ধেক জীবন গেলো, অন্যের বাড়িতে কাটালাম, 
সে কখনো বলেনি, "আর কত, এবারে আসুন না হয়,"
কখনো হয়নি রাগত। 

মোড়া পেতে, থালাবাটি, পঞ্চান্ন ব্যঞ্জন, হাসিমুখ,  
খাঁটি দুধ, পুরুষ্টু শবরী কলা, বাসমতী, গুণকীর্তন। 
প্রকৃতই ভদ্রলোক, সদাশয়, অতিথিপরায়ণ। 
দুই হাতে বরাভয়। 

তবু আমি অকৃতজ্ঞ। 
চিরকাল, অর্ধেক জীবন 
এতো সুখ, রেশমী চাদর, আর কোমল বিছানা
উচ্চমান, গুরুদক্ষিণা। 

কিছু হয়, হয়েছে অনেক, 
কিন্তু তবু আগন্তুক, আর কিছু নয়,
এ বাড়ি নিজের বাড়ি নয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন