ভালবাসার চাষ হোক
প্রতিটি যুদ্ধের আগে একটা গান গাওয়া হোক ----
প্রতিটি বন্দুকের নলে ভালবাসা ভরে দেওয়া যাক।
অস্ত্রের কারবারিরা ফুল বেচুক,
মুনাফা লুটুক বিশ্বাসের, ভরসার।
প্রতিটি বুকে গাছ গজিয়ে উঠুক
মানবিকতার,
সিরিয়া থেকে গাজা, ইউক্রেন থেকে ইয়েমেন।
প্রত্যেকে মানুষ হয়ে উঠুক ----
প্রতিটি মানুষের নামে গাছ লাগানো হোক।
প্রতিটি গাছের ছায়ায় গাওয়া হোক ----
ভালবাসার গান,
শোনানো হোক মনুষ্যত্বের গল্প।
প্রতিটি যুদ্ধের আগে গান গাওয়া হোক।
প্রতিটি বন্দুকের নলে ভালবাসার চাষ হোক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন