জানলার পাশে জমে থাকা মরীচিকায়
বাসা বাঁধে পিঁপড়ের দল,
একপ্রকার শূন্যে বাঁধা শীতলতাই তো,
যার উপর দু দণ্ড বেঁচে থাকে ছিঁড়ে
যাওয়া স্নায়ু।
একবার ফিরে এসো।
তারপর পড়ো ভাঙা দেওয়ালের পাঠ।
কেমন করে মিশে যায় ছড়ানো ছাই,
স্তব্ধ হয়ে যায় একটি বালকের মুখ,
আর কিভাবে অপলক দৃষ্টিতে হঠাৎ
জীবিত হয়ে ওঠে অনুভূমিক ধ্বংসাবশেষ !
ভাসতে ভাসতে পেরোতে গিয়ে হঠাৎ
ভাবি যে হাতে আজ থাপ্পড় লেগে আছে,
তার কাছে রাত্রি এসে দাঁড়িয়েছে।
আমার জন্ম সেই শব্দে, যার পরে সমস্ত
আবর্ত খুঁজে পায় মুক্তি।
তুমি এই অপলক দৃষ্টিতে কিভাবে
আশা করো আকাশ??
যা নিষিদ্ধ হয়েছে নিস্তব্ধ পাড়ায়??

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন