অচেনা গান
বিশ্বাসের গল্প খুঁজে ক্লান্ত হয়ে ফিরি
পিছনে অট্টহাসি রসিকজনেদের!
আয়নাঘর যেন হাতছানি দেয়
নিজেকেও ঠিক চিনতে পারি না
সেই যে, প্রাচীনকালের পথ ধরে
হেঁটেই চলেছি ঠিকানা হারিয়ে,
কার মুখোমুখি হলে সে আমাকে
বলবে, চলো বসি স্নিগ্ধ ছায়ায়!
অনেক হুজুগে আসলে নকলে
কখনো মাপিনি কতটা ফারাক!
তীব্র বিষে তাই শরীরের কোষ
প্রতিদিন দেখি ক্ষয় হয়ে যায়,
গল্প কিছুতেই গড়ে ওঠে না যে,
অক্ষরগুলি বিষাদে মাখানো
একটানা শুধু ঘ্যানঘ্যানে সুরে
রক্তস্রোতে ভেসে ভুল গান গায়!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন