রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আবদুস সালাম-এর কবিতা

অভিশাপ 

সভ্যতার ভূমিতে দীর্ঘতর ফাটল  
 অসুস্থ শহরে জেগে ওঠে কোলাহল 

 মহাশৃংখলার ক্ষেতে বোনা হচ্ছে  মহা-বিশৃঙ্খলার বীজ  
সৃষ্টিকর্তার রোষ নেমে আসছে আমাদের পৃথিবীতে 
 সভ্যতার মুখে চুনকালি দিয়ে দাউ দাউ করে জ্বলছে শহর 

   দেখে নাও নেমে আসছে সভ্যতার অভিশাপ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন