১
গল্পের ভিতর জন্ম হয় আর এক গল্পের
যেমন কান্ড শাখা প্রশাখা — মূল শাখা মূল প্রশাখা মূল
গাছের মতো জীবনে গল্পেরা বয়ে বেড়ায় রসদ,
বেঁচে থাকার রসদ। গল্প থেকে আরেক গল্পের ভিতর।
কালো সাদা অক্ষরের সেতু বেয়ে চলে সঞ্জীবনী সুধা,
লসিকা, রক্ত, রক্তরস।
২
চণ্ডীমণ্ডপে শান বাঁধানো চাতালে গল্প ছড়িয়ে পরে
জীবন থেকে আর এক জীবনের ভেতর।
কখনো কখনো কবিতার ভেতরও থেকে যায়
গল্পের আধ খাওয়া লাশ কিংবা গল্পের ভিতর
হাঁটা চলা করে কবিতার ভাষা।
৩
অদৃশ্য এক জালে আটকা পরে হৃদয় পোড়া ছাই,
মনুষ্যত্বের অবশেষ।
নদীহীন বেদনার জলছবি বয়ে যায়
গল্পের ভিতর দিয়ে আর এক মরু সাগরের প্লাবনে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন