অসবর্ণ আকাশ
পৃথিবীর মতোই কাঁদে অসবর্ণ আকাশ
অশ্রুর শরিক আমি প্রত্যেকের মতো।
অসুস্থ বড়োই এখন বেতস বাতাস।
নরম দুধেল শরীর আছে
বীভৎস কঙ্কাল আছে
কঙ্কালের শরীরে আছে ঘূণ
ঘূণের মধ্যে ঢুকে পড়ো তুমি
খুঁজতে থাকো অসুখের কারণ।
তোমরা কি জানো
পাথরে ঠুকে ঠুকে মারা হচ্ছে তাকে
ছিটকে পড়ছে হাড়-মাস সমুদ্রের নোনা জলে
শুকনো হাড় দাঁত বার করে হাসছে
সুন্দরীর স্নান দেখে সমুদ্রের ঘাটে ঘাটে।
স্তম্ভিত এখন অসবর্ণ আকাশ
কান্না চলে তার মহাকাল ব্যাপী...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন