রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কাজল সেন-এর কবিতা

আমাকে আর তুমি খুঁজো না লাবণ্যলতা 


কখন কোথায় যে হারিয়ে যাই আমি তুমি খুঁজে বেড়াও

সেদিন আমি হারিয়ে গেছিলাম এক ধূ ধূ মাঠের ভেতর

কিন্তু মাঠের ভেতর কেউ কি হারায় বলো তুমি কেউ হারায় না 

আর একদিন আমি হারিয়ে গেছিলাম রায়সাহেবের বাগানবাড়িতে 

মজার কথা বাগানবাড়িতে বাড়িটা ছিল ছোট আর বাগান মস্ত বড়

আমি মাথা গুঁজে বসেছিলাম বৈঠকখানার এক কোণে 

তুমি আমাকে সেদিনও ঠিক খুঁজে পেয়েছিলে লাবণ্যলতা 

আমি জানি তুমি আমাকে এভাবেই খুঁজে খুঁজে 

ঠিক ফিরিয়ে নিয়ে আসবে

অথচ আমি যে হারিয়ে যেতে চাই 

আমাকে আর তুমি খুঁজো না লাবণ্যলতা 

 

আমি পরিব্রাজক নই আমার হারানোর বিস্তৃত ভুবন নেই কোথাও

আমি নই কোনো প্রাজ্ঞ-উন্মাদ পথে পথে খুঁজি না কোনো পরশপাথর

আমার এমন হবার কথা ছিল না জানি আমি 

আমি তো প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম

এই দেওয়ালের কাছে যে দেওয়ালে সেই ছেলেবেলায় 

কতই না কেটেছি আঁকিবুকি

আমি খুব ভালোবাসতাম আমার মাকে 

অথচ মা কেন যে চলে গেল অকালে

আমি খুব কেঁদেছিলাম জানো লাবণ্যলতা সেই রাতে 

যদিও সেদিন রাতে আকাশ জুড়ে ছিল কত কত যে তারা    


আমি একবার শেষবারের মতো সবকিছু ছেড়ে হারিয়ে যেতে চাই

আমাকে আর তুমি খুঁজো না লাবণ্যলতা  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন