লোকোৎসব
মানুষটি মারা গেছে, সকলে তার মৃতদেহটিকে
ঘিরে রয়েছে, পাড়ার লোকজন, অনেক খুঁজেও
সেই জ্বলন্ত ঘূর্ণি-চাকতির কোনো হদিশ পাওয়া
যায়নি, স্টেজের উপরে শুরু হবে নতুন কোনো
পালাগান, আসলে যে-বান্দাই মারা যাক
বা লোপাট হয়ে যাক, রঙ্গমঞ্চের নাটক বা যাত্রা
চলতেই থাকে, সকলেই জেনে গেছে আজ সন্ধ্যায়
রামরহিমের মাঠে বিশাল লোকোৎসব শুরু হবে, চলবে দিন-সাতেক

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন