রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

কামাল হোসেন-এর কবিতা

জাদুঘরে


এখন মনে হচ্ছে বিশ্বের সকল জাদুঘরে

ঘুরে ঘুরে ক্লান্ত চোখে মৃত মানুষদের সাক্ষাৎকার 

নেওয়াই আমার নিয়তি, জীবনের সব সৌন্দর্য

ফুলদানির বাসি ফুলের মতো রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে

নিজের আইডেন্টিটি খুঁজতে খুঁজতে কখন যেন

ঢুকে পড়েছি কাইরোর বিশাল জাদুঘরে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন