'এবার সনেট লিখে' থেকে
কেন যে নদীর মতো শুধু চলে যাও
ঝিরিঝিরি বাতাসের দোলা লাগে জলে;
কূলে একা বসে থাকি, যদি ডাক দাও
নিশ্চিত নদীতে যাবো তোমার অতলে।
তবু তুমি স্থির নও; কাঁদো নাকি হাসো,
তরঙ্গে তরঙ্গে ভাষা কান পেতে শুনি
বুঝতে পারি না কিছু। কাকে ভালোবাসো?
জানতে চেয়েছি আমি, কিছুই বলোনি।
দিন যায়, রাত যায়, তুমি স্রোতস্বিনী
চলেছ আপন মনে, নাকি কারো ধ্যানে?
বসে থাকি ঘাটে একা, দেখেও দ্যাখোনি।
এবার বুঝেছি আমি তুমি কার টানে
চলেছ আকুল হয়ে বাধাবন্ধহারা—
সমুদ্র ডেকেছে, তাই এত বুঝি তাড়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন