যতবার মুখোমুখি হই
আগের বলে কিছু নেই, ধেয়ে আসা প্রতিটি বল
ব্যাটের স্পর্শ পেতে উন্মুখ।
প্রতিটি মুহূর্ত প্রথম প্রস্তুতি।
যতবার মুখোমুখি হই, ঝলসাই, পুড়ি
ততবার নতুন আগুন ।
আগুনের ছোঁয়াছানি নাই, বিশুদ্ধ দ্রৌপদী !
প্রেমিকার একটি চুম্বন
১০৮ - এর সমান।
মৃত্যুর নীল দাঁতে আটকে থাকে সবুজ জীবন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন