গ্রামোফোন ছুঁয়ে যায় স্মৃতির সোহাগ
আরাধ্যা কখনো শেখায় শরীরের নোনতা ঢেউ
অথবা...
কখনো বুঝিয়ে চলে পাহাড় উপত্যকা
আমি তার কাছে শিক্ষানবিশ বালক মাত্র
অথবা রেওয়াজি শ্রোতা
আমাকে ভেঙে ভেঙে আবার জোড়ানোর সাহস দেখায় সে
আমিও জুড়ে জুড়ে লালিত হই তার চোখে চোখে
কাছে আসি নিশুতি মালকোষ অথবা আহির ভৈরবে
যেন গ্রামোফোন ছুঁয়ে যায় স্মৃতির সোহাগ
আমাকে বোঝেনি সে,
আমিও বোঝাইনি কিছু আত্মপাঠ লিপি
দেখি —
শীৎকার জড়িয়ে ধ'রে উচ্চচাপ নাভি
তবু তাকে জীবন দিই মরণ অবধি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন