আমার অদূরেই ভাসছে কিছু ছবি
আমার অদূরেই হাসছে দেখ রোদ
দৃশ্যত মুহূর্তে বিলীন হয় সবই
মনে ঠিক রয়ে যায় কিছু মুগ্ধ বোধ।
কল্পলোকে বিচরণ করে কেউ কেউ
পৃষ্ঠা জুড়ে লিখে রাখে নিজ নিজ নাম
সমুদ্র নিজেই ভাঙে অতলান্ত ঢেউ
অপেক্ষা মানে কি শুধু, সেই নীল খাম!
দেখেছ, ম্লান হয়ে আসে পৌষের বেলা
পরিত্রাণ নেই তীব্র এই শীত থেকে
নিজেকে যতই তুমি কর অবহেলা
কপোলেই তোমার, চুম্বন রাখি এঁকে।
নিবিড় সন্ধ্যা ঘনায় ওই কালো চুলে
এসো কাছে, সব শীত-অভিমান ভুলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন