তীরবর্তী নৌকা জানে
জলে ভেসে থাকার মানে
ভ্রমর ছড়ায় মায়াজাল
ফুলের সন্ধানে।
ভোরের আলো নেমে আসে
শিশিরের কাছে
দুফোঁটা জলের দাগ
লেগে থাকে ঘাসে।
চলমান বলে মনে হয় যাকে
সে চলমান নয়
অমিত প্রাণের বাতাস তার কাছে
মাগে পরাজয়।
আলোকিত দিন যে বাঁশি বাজায়
সুমনা সব মন সেই সুরে ভেসে যায়
প্রেমের দরিয়ায়।
এভাবেই একদিন জেগে ওঠে প্রাণ
জীবনের গান গেয়ে ওঠে মানব-সন্তান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন