রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অমৃতেন্দু মণ্ডল-এর কবিতা

মনখারাপ

মনখারাপ একটি গাছ 

মুখ দেখছিলো সরোবরে

দ্যাখে তার সহোদরা প্রতিবেশী আত্মীয়বন্ধু অনেকে  

তার মতো ঝুঁকে আছে জলে 

দেখে নিজের উপর হেসে উঠলো 

গাছটি বুঝলো তার মাটি বাতাসেই 

ঘুরে বেড়াচ্ছে মনখারাপের বীজ 


মনখারাপ  গাছটি সহসা দেখলো 

উদাসরঙের একটি পাখি খুঁটে খাচ্ছে সেই বীজ 

আর আকাঙ্ক্ষাবিষ্ঠা ত্যাগ করে ---

খুশির ডানায় উড়ে যাচ্ছে আকাশের দিকে 

আহা কি অদ্ভুত সেই মসৃণ উড়ে যাওয়া!

দেখে অবাক সেই গাছ 

নিজের জন্য একমুঠো 

সবুজ হাসি হেসে উঠলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন