মনখারাপ একটি গাছ
মুখ দেখছিলো সরোবরে
দ্যাখে তার সহোদরা প্রতিবেশী আত্মীয়বন্ধু অনেকে
তার মতো ঝুঁকে আছে জলে
দেখে নিজের উপর হেসে উঠলো
গাছটি বুঝলো তার মাটি ও বাতাসেই
ঘুরে বেড়াচ্ছে মনখারাপের বীজ
মনখারাপ গাছটি সহসা দেখলো
উদাসরঙের একটি পাখি খুঁটে খাচ্ছে সেই বীজ
আর আকাঙ্ক্ষাবিষ্ঠা ত্যাগ করে ---
খুশির ডানায় উড়ে যাচ্ছে আকাশের দিকে
আহা কি অদ্ভুত সেই মসৃণ উড়ে যাওয়া!
দেখে অবাক সেই গাছ
নিজের জন্য একমুঠো
সবুজ হাসি হেসে উঠলো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন