রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা


সুদূর

প্রখর প্রতিবাদ আর ভালবাসায় মেশানো একটাও কবিতা লিখতে পেরেছো কি কোনোদিন. ..
ট্রেনে ধূপ বিক্রি করে যে মেয়েটা তার মুখের দিকে তাকিয়ে দেখেছো কখনো  সাতটি তারার তিমির ...
বরানগর বাস গুমটির জানলা দিয়ে টিকিট কাটছে যে ছেলেটি ,কাচের আড়াল থেকে তার চোখ দেখা যায় না ঠিক ই  কিন্তু  স্পষ্ট অনুভব করা যায়  
বাবার মৃত্যুর পরদিন সকালে সমস্ত আবেগ বিসর্জন দিয়ে এসেছে সে...
ট্রাক ড্রাইভার থেকে কারখানার ঠিকা শ্রমিক সব স্বপ্ন ভালবাসা জলাঞ্জলী দিয়ে ঘোর অন্ধকারে একা কেন ছুটে যায়...
জানতে চেয়েছো কি কোনোদিন... নক্ষত্র ‌মৃগশিরায় 
তোমার গালে কেন টোল পড়ে না আজ ?
ভ্রূকুটিহীন তোমার মুখের রেখায় স্নেহ সম্পর্ক গুলি বিলীন, কত কাছে ছিলে আজ কত না সুদূর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন