রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নূর মহম্মদ-এর কবিতা

সবার উপরে মানবতাই সত্য

মানুষ তার নিজের ভিতরের বিরল সত্যকে
হত্যা করে চলেছে ভয়ঙ্কর রূপেই প্রতিদিন
হারিয়ে যাচ্ছে তার পবিত্র মানবিক গুণাবলী
ঘৃণ্য জঘন্য হয়ে গেছে তার হৃদয় নষ্ট করে
হৃদয়কে সে পিষ্ট করেছে কখন কুরুচিতে
অথচ মানবতার চর্চাই তার উচিত ছিল
আত্মকেন্দ্রিক হতে হতে কখন একসময় 
নেমে গেছে সে গভীর খাতে গভীরতম
অধঃপতনের দিকেই চলে গেছে এখন
যে মানবতা ছিল তার প্রথম সত্য ধ্রুবতারা
তাকেই সে দিয়েছে বিসর্জন জীবন থেকেই
মানুষ হতে হলে চাই পবিত্র মানবতারই চর্চা
অথচ নিষ্ঠুর নির্মমভাবে তাকে হত্যা করেছে
তাই আজ সে অমানুষ বর্বর প্রাণী শুধুমাত্র
ভুলে গেছে সে মানবতার সত্য সুন্দর অপরূপ
যা তাকে দিতে পারত শ্রেষ্ঠ প্রাণীর সম্মান।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন