রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

এস মনিরউদ্দিন-এর কবিতা

পথে পথে

স্রোতের উজানে আমি ভেসে যাব বলে

এখানে এসেছি। এই পাহাড়ি পথের ভয়ঙ্কর বাঁক দেখে

স্তব্ধ আমি। বিপজ্জনক এই পথরেখা

খুব কি জড়তা নিয়ে দূরে সরে যাবে!

আমার হাতের পাশে  একান্ত আপন কোনও হাত

নেই আর। আবহমানের গান কৃপাসিন্ধু পার হয়ে

যায়। আমি তাকে অচানক চকিত চমক দেব বলে

ঘুরপথে এখানে এসেছি।


মানালির পথে পথে তার তীব্র হাতছানিময়

আরাধ্য আবেগ যেন ক্রমাগত উচ্চকিত হয়।


একজন সঙ্গে ছিল বহুদিন। সে সব অনেক যুগ

আগেকার গান। আপেল বাগানে তার দ্যুতিময় ক্রীড়া

দেখেছে প্রাচীন দেবদার পাইন শাল সেগুন---

ভ্রমনের পাশে তার স্বরচিহ্ণ এখন অতীত।

ভয়াবহ নিষ্পেষণে সমূহ প্রলয় কাকে বলে

তাও তো জেনেছি আমি।


আজ এই ভাঙাচোরা পথে পাহাড়ি বিছের হুল

কত যে মধুর হতে পারে --- এইমাত্র জেনেছি।

আরও যা জানারসে যাচ্ছে লাদাখের পথে

আমার সকল আয়ু তার সঙ্গে পথে পথে যাক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন