রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অমিত কাশ‍্যপ-এর কবিতা

সাঁকো

আজকাল অনেক কিছু শুনতে পাই না 
বধির, বলব না, অজস্র কোলাহল চারপাশে 
বাঁচিয়ে বাঁচিয়ে, পিলখানা রোড ধরে জাকিরের বাড়ি 
ঠিক আগের মতো, সুন্দর, নিরিবিলি হয় 

আগের মতো শব্দ আজকাল বেরয় না 
আগের মতো কিছু নেই জেনে নলিনী গুহ সরণি
পেল্লায় পেল্লায় আবাসনের মাঝে মাঠ বলতে  
অজস্র সেই কোলাহল, পুরোনো শিকড়ের মতো 

প্রিয়জন, প্রয়োজনে যদি না থাকে বুকের পাশে 
স্মৃতিরা কখন যেন নড়ে ওঠে অজান্তেই দূরে 
শৈশব শৈশব করতে করতে সাঁকো দুলে যায় 
অন্যদিকে সমস্ত সুখ ফিকে হয়ে আসে যদি 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন