চাঁদিপুর সৈকত
চন্দ্রাহত হবো বলেই বোধহয়
গন্তব্য সাজিয়ে রাখে চাঁদিপুর সৈকত
উপকুলবর্তী ক্যাসুরিনার ডালে
নিছক নেশাতুর পলাতকা হাওয়া
পিছুটান ফেলে ছড়িয়ে গেলাম
লোনাহাওয়ার ঝোঁকে
উজানভাটার কারসাজি এ তল্লাটে
বুড়িবালাম নদীর চিবুক ছুঁয়ে
স্বতন্ত্রতাসংগ্রামের ইতিহাস
নৌকাগুলো ভিড়ে থাকে মেছোবন্দরে
সাগরসৈকতের উতরোলে নিসর্গসংবাদ
নীরব আর্তি পাঠাই অহঙ্কারী চাঁদের কাছে
'চন্দা রে চন্দা রে
কভি তো জমি পর আ
ব্যয়ঠেঙ্গে বাঁতে করেঙ্গে'

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন