রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রবীন বসু-র কবিতা

সভ্যতা কাঁদে 


ব্যঙ্গ করে দিন চলে গেল দূরে 

কতদূরে গেল চলে? কত পথ

স্মৃতির মোড়ক খুলে ধাবমান 

ধানচারা পুঁতে রাখে দগ্ধ দিন 

পোড়া অন্ন পোড়া কাঠ ক্ষত 

বুকের গভীরে ঢাকা অন্নতৃষা

জন্মদাগ ঘাড়ে নিয়ে চাষিরা

অস্থির হল নবান্নের সুঘ্রাণে

তবু দিন চলে গেল অধোমুখ

রাত্রি-পেঁচার গায়ে যে ইশারা 

সেখানে রূপকথা মাঠ জাগে 

জাগে ছায়াযুদ্ধ, বাঁচার আশা 

বিপন্ন তাড়িত দুঃখ মূর্ছাহত 

মানুষের মতো সভ্যতা কাঁদে!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন