রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সুবীর ঘোষ-এর কবিতা

উত্তরের গান

তুমি সেই সুগন্ধি ফুঁয়ের জোরে

প্রকৃত পোশাক চিনে নিলে

প্রশ্নে প্রশ্নে ছুটে গেলে গ্রাম থেকে গ্রামে

সূর্য কী কোথাও যায় স্বজন হারিয়ে!

 

একটি পরাজিত লোক সারাক্ষণ তোমার পাশেই;

ছিন্ন কর বেলা ও অবেলার অর্থহীন হাসি

অষ্টাবক্র এ পাথর-- কলঙ্ক ও রক্তের স্মৃতি —

ঘুমের ভেতর তোলো উত্তরের গান

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন