রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বিশ্বজিৎ সেনগুপ্ত-এর কবিতা

সংরাগ

হাসি,তোকে রেখে আমি কীভাবে বা যাব-
গেলেও, তোকে কার কাছে রেখে যাব? 

আমিহীন অনভ্যাসেও জানি
তোর পাশে কেউ আছে...

যেটুকু আপন তোর ব্যথা
তবু কী জানাবি সে কথা
নাকি স্মৃতির কুঠুরিতে
জমে থাকা ভালোবাসা সংরাগ
পাতা খুলে পড়ে নিবি তার গন্ধ পুরাণ! 

হাসি,তোকে রেখে আমি কীভাবে বা যাব
গেলেও,তোকে কার কাছে রেখে যাব?

যদি উলোট পুরাণ হয়?

আমার আগে যদি তুই
কীভাবে বা যাবি
গেলেও,হাসি,আমায় কার কাছে
রেখে যাবি?

জানি আগামী পুরুষ ওরা আছে...
                  
তবু,অসুখ-অসুখে যদি চোখ করে ছলছল-
কে বা তত বসে রবে পাশে
যে বা যার ভালোবাসা,গার্হস্থ গ্রাসে...

তুই হীন অনভ্যাসে এই আমি
চোখওয়ালা অন্ধ ভীষণ
কীভাবে কাটাবো বল
এলোমেলো জীবন ? 

ভাবতে ভাবতে ভাবতে ভাবতে 
ডাক এসে কড়া নাড়ে কে জানে কখন!

ভালোবাসা কেঁদে যায় একলা জীবন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন