রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

গোবিন্দ মোদক-এর কবিতা

বিকেলবেলার সন্ধ্যা

আদর করে দুপুরটাকে ছুঁয়ে দিলে 

একটা কান্নাবিকেল ঘাই মারে জানলার শার্সিতে

ভালোবাসার বারান্দায় কেউ যেন হেঁটে যায় আলতো পায়ে 

অমনি তুমুল বৃষ্টি দু'চোখের নীচে, ঢেউ খেলে... 

কিছুটা অন্ধকার হাওয়ায় ভেসে আসে 

ঠিক ঠিক সন্ধ্যা হওয়ার আগেই; কেউ তেমনভাবে 

জানে না এসময় তেমন কোনও ছোঁয়াছুঁয়ি প্রেমের গল্প নেই

অথচ বিবর্ণ হয়ে আসা নেগেটিভের মতো 

আবছা কিছু স্মৃতিময় দুপুর মিশে যায় 

সন্ধ্যার প্রায়ান্ধকারে। বিদ্যুতের ফ্ল্যাশবাল্ব। 

বাজ পড়ার শব্দ। নিরামিষ অন্ধকার। 

সব মিলে মিশে তোমার গায়ের নিবিড় গন্ধ। 

নিঃসীম একাকীত্ব খুঁজে ফেরে 

একুশ বছর আগের কোনও ফুলদানি 

যার ফুলগুলো শুকিয়ে গেলেও সৌরভ অম্লান।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন