রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অর্ণব সামন্ত-র কবিতা

পরিযায়ী

সোনালি ধানের শিশির জানে
পাখিটি রোদ্দুরে জ্যোৎস্নায় ভিজে 
শেষমেষ আশ্রয় নেয় চিলেকোঠায় 
 দমকলের সাইরেন বাজে মুহূর্তে মুহূর্তে 
বিপন্ন শস্যকণা ভুলে যায় সুর তাল গান 
শুধু পৃথিবী জোড়া অভিমান বুকে রেখে
অযান্ত্রিক ভাবনাকুসুম পিষে যায় যান্ত্রিকতার রুটিনে 
ডানা দুর্বল হৃদয় দুর্বল সেই পরিযায়ী পাখি 
যদি কোনোদিন ফেরে তার নীড়ে 
যদি তাকে চিনে নেয় রোদ্দুর, জোৎস্না, সোনালি ধান 
বিশালের বুকের মাঝে তার আসন পেতে দেয় 
সে কি খুঁজে পায় সেই চেনা সুর জানা তাল 
নাকি ভাঙা গানে ছেঁড়া শিকড়ের তানপুরা বাজে না 
পরিযায়ী উড়ান দেয় শূন্যতার দিকে 
যতটা শূন্য হলে সে প্রকৃত নিঃস্ব হতে পারে!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন