রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

প্রশান্ত মাইতি-র কবিতা

পিতৃত্ব

       (রাজীব শীট স্মরণে)

সকালের কাগজে তোমার ছবি
অবাক হয়েছিলাম দেখে 
তারপর মাকে দেখাতে বললো,
না না তুমি নও, তোমার মতো.....

তোমাকে মনে পড়ে একলা ঘরে 
তোমাকে মিস করি কাছে না পেলে

যে মানুষটা চায়ের কাপ হাতে 
কথার ফুলঝুরি ছড়িয়ে ঢুকতো হাসপাতালে
যে মানুষটা রাগ,অভিমান বিসর্জন
দিয়েছিল ভালোবাসার কাঙাল হয়ে
যে মানুষটা সকাল থেকে রাত 
কাটিয়ে দিত ব্যস্ততাকে সঙ্গী করে

সে মানুষটা হারিয়ে গেছে কোথায় 
সে চলে যেতে পারলো আমাদের ছেড়ে 
আমাদের একলা করে সঙ্গীহীন 

সে বড় স্বার্থপর,কাপুরুষ,নিষ্ঠুর
আমাদের দুঃখের অতল গহ্বরে 
ফেলে চলে গেলো অজানার দেশে 

সে চলে গেছে পিতৃত্ব ভুলে।। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন