রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

গৌতম রায়-এর কবিতা

মাভাষাগুলি

মুখোমুখি হই না অথচ আকাশ থেকে পেড়ে আনা 
নদীর সমুদ্রের  মাভাষাগুলি পড়া হয়ে যায়, 
পা ফেলি জেগে ওঠা কাঁকরে 
আকুপ্রেশারে পৃথিবী উঠে দাঁড়ায়।
 
এ আমার আশ্চর্য অবগাহন 
ধুয়ে দাও কাই, 
নীলকন্ঠ পাখি বয়ে নিয়ে যাও 
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের বোতাম খোলা 
অমল হাওয়াগুলি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন