রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রুচিস্মিতা ঘোষ-এর কবিতা


 শীতের বৃষ্টি

বসে আছি বিছানায় 

সামনের জানালার দিকে চোখ মেলে

মাঘের অসহ শীতে রোদ্দুর বড় ম্রিয়মান 

ঠান্ডা বাতাস ঢুকে পড়ছে ঘরে

পাতলা মেঘের ওড়নায় ঢাকা পড়ছে আকাশ

স্নিগ্ধ নরম আলো ছড়িয়ে পড়ছে

গাছের পাতায়, ঘাসের ডগায়।


বৃষ্টি পড়ছে ... 

 রেশমের মতো বিষণ্ণ লাবণ্যে ভরা

ঝিরঝিরে শীতের বৃষ্টি 

তোমার মাঝে আমার একাকিত্ব আশ্রয় পেলো যেন।


ওগো সুন্দরীনম্র, লাজুক শীতের বৃষ্টি

তুমি করো না তোলপাড়বিপর্যস্ত 

ধ্বংস করো না জীবন

শুধু বয়ে আনো এক বিষণ্ণ অনুভূতি 

আর ফুলের মতো নি:শব্দে ঝরে পড়ো।


ওগো শীতের বৃষ্টিতোমার স্তুতি নেই

রবিঠাকুর লেখেনি কোনো গান কিংবা কবিতা

তবু আকাশের গায়ে ম্লান, বিষণ্ণ

আলোর মাঝে তোমাকে ভালবেসে

একা আমি বসে থাকি বিছানায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন