রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

শাশ্বত বোস-এর কবিতা

এক নির্গুণ প্রেমের ইস্তেহার

 

একটা ভীষণ রকম বিভাজিকা প্রেম চাই।

একটা পুরোনো ভাঙা জলফড়িং সেফটিপিন,

একটা ভীষণ ভালো মানুষের ভেঙে আসা

মুখের গাংচিল জ্যামিতি। একটা ভয়ধরা চোখের

উপবাসী সমীকরণএকটা বেড়াজাল ফসফরাসের

গায়ে লেগে থাকা নিকোটিনের

নীলচে মিথোজেনিক বিষক্রিয়া।

বাগানে একটা পাতা ঝরার বিষন্নতা,

একটা খড়কুটোহীন ভালোবাসা।

এগুলোই হয়তো অনন্ত কোন এক অন্ধকারে,

ডুবে যাওয়া নাবিকের মৃত্যু হয়েঘুমন্ত শিশুর

কাছে ক্ষমা চেয়ে নেবে।

শুভ হোক মাটি আর জলের হাত ধরাধরি করে,

বৃত্তাকার গর্ভের পথে এগিয়ে চলা।

আমার পেটের অন্তস্থ খিদে ছড়িয়ে পড়ুক,

বাস্তুভিটেপূর্বপুরুষ আর প্রেমহীন সীলমোহরের দাগে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন