রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বন্ধন পাল-এর কবিতা

মৌমাছি ও পাখি

ফুলের মধ্যে নেমে বন্ধ করলে চোখ আমি আর মৌমাছি ন‌ই
তখন মানুষ হ‌ই,
স্বার্থহীন পুলকে ডুবে যেতে যেতে ভাবি এই
পৃথিবীর প্রাচুর্য পরিমলরাশি পাপড়িতে ছড়িয়েছে—
অলৌকিকতা জড়িয়েছে।

নদীতে ডুবিয়ে ঠোঁট জলপান করে উড়ে যাই
অনেক উঁচুতে উঠে নিজেকে বিহগ ভাবাটাই
বাতুলতা মনে হয়,
শরীরে প্রাণের স্রোত বয়ে নিয়ে যাওয়া এক রক্তনালিকা
যেন ওই নদী! আমার পক্ষী-ছায়া জলে তার ভেসে চলা রক্তকণিকা।

মননে মৌমাছি ও চেতনায় চৌকস পাখী মিলেমিশে
একটি নদীর পাশে ফুলের বাগানে
এ জন্মে রেখে যাবে মৌচাক আর ঘর-বাসা,
ডানা মেলে ওড়বার শপথ রাখবে লিখে অলি তাজা পাপড়ির গায়ে,
ডানা মেলে ভাসবার সাহস আঁকবে পাখী ভেজা নদীপাড়ে তার পায়ে!
নির্ভীক এ প্রকৃতি নীরব ইঙ্গিতের রৌদ্র-বারিষে
শেখাবে বাঁচার নেশা আদান-প্রদানে;

এ জন্ম রেখে যায় শিক্ষকের চরণে তার মৌচাক,ঘর-বাসা...

 

1 টি মন্তব্য: