কবি শক্তি চট্টোপাধ্যায়কে মনে করে
কাঁদাই বলেই মানুষ কাঁদে এমনি এমনি কাঁদে কে
মানুষ নিজে ঘর গোছাতে সুখ কেড়ে নেয় মাঝরাতে!
নখের মধ্যে তীব্র বিষ আর গলায় সবাই রাবীন্দ্রিক
মানুষ আমরা মুখ্যু হয়েই ভালোবাসি প্রাণের অধিক!
একটু তুমি ভাঁজ মেরে সাঁই সাঁকোটাকে যেমন নাড়ো
লোভ আগুন উঠলে জ্বলে সেই দহনে পুড়িয়ে মারো!
মানুষ হতে ঘর ছেড়েছি রাত জেগেছি ছাড়া আপোষ
মুখগুলো যেই কাছে নিলাম সেতো দেখি আস্ত মুখোশ!
রাতের বেলা দিনের বেলা মেঘ ভাসানো ঝড়ের পরে
দুঃখ দিনের মানুষ খুঁজি যার উষ্ণ দুহাত জড়িয়ে ধরে!
মানুষ হয়েও মানুষতো নয় নিজেই নিজের বিজ্ঞাপন
খুঁজি ছেঁড়াশাড়ি শুষ্ক মুখ খিদে মোড়া সেলফিজোন!
মানুষ হয়ে থাকবে পাশে সেই জনারে খুঁজব কিই
আমিও তো সেই স্বার্থমানুষ অন্যকে বা কী দোষ দিই!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন