রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

হাবিবুর রহমান-এর কবিতা

সাদা নীল ইচ্ছেগুলো 

ঘনিষ্ঠ উষ্ণতায় গলে যাওয়া সাদা নীল ইচ্ছেগুলো
শ্রাবণের বৃষ্টির মতো গড়িয়ে গেলো 


সেতার

নদীর বুক চিরে ওঠে আসে
দুঃখময় গল্পের সেতার,
ঘরময় ছড়িয়ে পড়ে একগুচ্ছ 
বিরহের কবিতা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন