রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ঋজু রেজওয়ান-এর কবিতা

কোয়ান্টাম ম্যাটার


সত্য নৈর্ব্যক্তিক! হোক যা- ঘটমান,

তার পূর্ব-প্রস্তুতিতে... বিন্দুর বিস্ফার 

 

অনন্য মিথস্ক্রিয়ারহেড নাকি টেল?


সম্ভবনা-দ্বন্দ্বে...

একাধিক অস্তিত্ব সিথা‌নে পিঠাপিঠির পে‌রেক।


নিঃ ঝুম বিকেল যত বিষাদ নিয়েছে

হতে পারেনৈঃশব্দ্যের অকারণ চিৎকার...


সম্ভবনার সমাপতনে...!

তুমি 


কখনও নাচের মুদ্রা, কখনও বা পার্টিকেল 

একই অঙ্গের ভেদ। ঘটনা সম্ভবনার রঙে...


আমিহ‌লো সত্তা

আত্মা জে‌গে উঠল ঈশ্বর হ‌য়ে। 


চোখ মেলি দে‌হে... জ্ব‌লে উঠে পরমাত্মা;

      আমিত্বের দি‌কে চে‌য়ে বলি, 'ঈশ্বর'!


তবুও ঈশ্বরএকসঙ্গে কখনই থাকেন না 

                     নিরাকার শূন্যতায় সংহত মূহুর্ত।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন