কোয়ান্টাম ম্যাটার
সত্য নৈর্ব্যক্তিক! হোক যা-ই ঘটমান,
তার পূর্ব-প্রস্তুতিতে... বিন্দুর বিস্ফার —
অনন্য মিথস্ক্রিয়ার— হেড নাকি টেল?
সম্ভবনা-দ্বন্দ্বে...
একাধিক অস্তিত্ব সিথানে পিঠাপিঠির পেরেক।
নিঃ ঝুম বিকেল যত বিষাদ নিয়েছে
হতে পারে— নৈঃশব্দ্যের অকারণ চিৎকার...।
সম্ভবনার সমাপতনে...!
তুমি —
কখনও নাচের মুদ্রা, কখনও বা পার্টিকেল —
একই অঙ্গের ভেদ। ঘটনা ও সম্ভবনার রঙে...
‘আমি’ হলো সত্তা
আত্মা জেগে উঠল ঈশ্বর হয়ে।
চোখ মেলি দেহে... জ্বলে উঠে পরমাত্মা;
আমিত্বের দিকে চেয়ে বলি, 'ঈশ্বর'!
তবুও ঈশ্বর— একসঙ্গে কখনই থাকেন না —
নিরাকার শূন্যতায় সংহত মূহুর্ত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন