বৃত্ত আঁকতে শিখলেও
অন্তর্ভুক্তির বিষয় অজানাই রয়ে গেল।
বিরোধিতা ধেয়ে এল
প্রতিরোধহীন অতঃপর দৌড় সম্বল।
কলমের কালিতে সংযম মন্ত্র
উঠোন শৈশব ভুলে গেলে
ঝরাপাতা মানচিত্র হয়ে উঠে।
গাছ পুঁতলে স্বাভাবিক ধুলো ময়লা
চকচকে বারান্দায় নোটিশ
শব্দহীন ভাঙন নিরন্তর প্রবাহ।
চতুর্ভুজের বাহু সমান না হলে
বসত বাড়ি,জমি নিরহঙ্কার পড়ে থাকে
পড়ে থাকে সম্পর্কের শুকনো ডালপালা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন