রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বীথিকা দাশগুপ্ত-র কবিতা

বেলা শেষে 

কথার ভাঁজে লুকিয়ে থাকে তারা
    কেউ যখন বলে তোমার তো পড়ন্ত বেলা!
ফোঁস করে সে ছোবল মারে, চুপ হয়ে যায় কথার খেলা
  বৃষ্টির জলে মাথা ভিজিয়ে শান্তি সে  খোঁজে 
সারা শরীর  শুদ্ধ হয় মিষ্টি মৃদু বাতাসে 

  কেউ যখন আলো জ্বালায় অবেলায় 
আকাশে তখন  কতো রঙ আর সুরের মূর্চ্ছনা!
টুপ টুপ করে ঝরে পরে চুপকথারা 
ঘাসের ওপর শিশিরের শব্দের মতোন 
নেচে ওঠে সারা শরীর, আঁধারে যেন আলো ফোটে! 

এখনো অনেককিছু করার আছে, পথ অনেকখানি মন বলছে তুমি পারবে, ঠিক  পারবে
  কে কি বলল তাতে কি এসে যায়!
   বৃষ্টির পর সাতরঙা রামধনু আকাশে কেমন রঙ ঢালে! 

ঝলমল করছে তোমার আকাশ
ডাকছে ব্যাকুলভাবে হাত নাড়িয়ে
মনখারাপের চিঠিগুলো সব উড়িয়ে দাও ওই দূরে  আকাশে 
বাঁচো তুমি বাঁচো নিজের মতোন  সাজিয়ে 
এগিয়ে চলো মনের সাথে সব ব্যথা দূরে রেখে 
    জোনাকিরা আলো জ্বালিয়ে রাখে 
তোমার পথে 
            আঁধার নামে ধীরে ধীরে।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন