আমার চারপাশে যে হাওয়া ঘুরছে
আমি তাকে প্রশ্ন করি— সমুদ্রের কোন্ তীর ছুঁয়ে
তুনীর দাঁড়ায় বেঁধে এসেছ এখানে? উত্তর নেই।
সে শুধু শন্ শন্ হেঁটে চলে উথাল পাতাল...
আমি কি ঠিক ততটাই মাতাল?
বেহুঁশ বেহেট জ্বরের তাপে
ভ্রুহীন চোখের পাতায় কাঁপে মায়াময় জনপদ!
ভাতের থালায়, পানের গ্লাসে, আমার দুহাতে
তার পায়ে বাঁধা ঘুংঘুরের ঝনঝন ঝনঝন...
এইসব শব্দের ভেতর আমি রোজ জন্মাই, নিঃশব্দে
জেনে নিই কালো সুতোর সেলাই বুনন
তবু কি বিভ্রম কাটে? চিকন ঝালরে দোলে মুখ
আহ্লাদি ঠোঁট গলে যায় ডোরাকাটা চুমুয়।

রঙিন ক্যানভাসকে অন্তহীন ভালোবাসা
উত্তরমুছুন