রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বন্যা ব্যানার্জী-র কবিতা

স্ট্যাটাস

আমাদের বাড়িতে ভাত হতো না রোজ।
বিরিয়ানি হতো,ফ্রায়েডরাইস।
বাবার নামী কোম্পানি 
মা ইউনিভার্সিটি।
আমি পড়াশোনার পর ঝুম্পার সাথে খেলতাম। চুপিচুপি।তাদের আনা ভাত খেতাম।
ঝুম্পা মালতী মাসীর মেয়ে।
বড়ো হতে হতে আমরা একদিন ছাদে পৌঁছে গেলাম। খোলা আকাশের নীচে 
ভালবাসলাম।
সেই কবেকার কথা! 
আমারও নামী অফিস।
 মালতী মাসি নেই
ঝুম্পা ও আর আসেনা! শুনেছি সে পরের বাড়িতে রান্না করে।
সেই কবেকার কথা! এখনো ঠোঁটের কোলে প্রেম জেগে আছে।

 

1 টি মন্তব্য: