[ অষ্টপ্রহর গাইতো পিসি আওয়াজ ক'রে মিহি,
ম্যাও ম্যাও ম্যাও বাকুম বাকুম ভৌ ভৌ ভৌ চীহি। ( কাতুকুতু বুড়ো), সুকুমার রায় ]
এক.
পুনশ্চটান পিছুতলা
বৃষ্টির বৃশ্চিক বিলীন,
মেঘিয়াবুরুজ মেঘের মেটাফোর
তিরল ছল রটে যাচ্ছে
ওয়াজেদ আলী আর কোলকাত্তাইয়া কালি
কেবল কালীঘাটে
যমুনায় যেয়ো না পানীয়ভরণে
পেখমের সর্বোচ্চ উপশমে
বেয়নেটে ওড়ে প্রজা
ভয়ে অভয়ে ভিরুণ্য দুই হরিণ
হরেনের হরিণী নাচে রম্যবীণায়
নেচেছি গো - শকটে চেপে,
চিড়িতনে রুইতনে
পেটকাঠি চাঁদিয়ালে
ভৌ করলেই কাট্টা
দুই.
বাংলার মুখ আমি দেখেও দেখি না শোয়াইক
পরস্ত্রীগমন বা বেশ্যারমণ না করেই
একা হাতে সামলাতে পারবে
যুদ্ধ প্লুটোনিক বুদ্ধ নয়
বিশ্বরূপে পার্থ
কার তূণীর থেকে তীর
কার গান্ডিব কোথায় ছিঁড়েছে
দশচক্রে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন