মঙ্গলেশ দবরাল
এই শীতে
গতবারের শীতকালটা ছিল ভীষণ কঠিন।
সেই শীতের কথা মনে করলে এই শীতেও কাঁপতে থাকি,
যদিও এইবার দিনগুলো নয় ততটা কঠোর।
গত শীতে ছেড়ে চলে গিয়েছিল আমার মা,
আমার কাছ থেকে এক প্রেমপত্র হারিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল একটি চাকরি।
জানি না, রাতের বেলা কোথায়-কোথায় ঘুরেছি,
কোথায়-কোথায় করেছি টেলিফোন।
গতবারের শীতে
আমার নিজের জিনিসগুলো আমার ওপর ভেঙে পড়েছিল।
এই শীতে আমি বের করি গতবারের শীতের পোশাক,
কম্বল, টুপি, মোজা, মাফলার।
সেগুলো গভীরভাবে দেখি,
ভাবি, আগের সময় পার হয়ে গেছে।
এই শীত কেন হবে আমার জন্য আগের মতো কঠিন!
[জন্ম ১৬ মে, ১৯৪৮, তিহরি গঢ়বাল, উত্তরাখণ্ড। হিন্দি ভাষার একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক। 'জনসত্তা', 'হিন্দি পেট্রিয়ট', 'পূর্বাভাস' প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। "হম যো দেখতে হ্যাঁয়" কাব্যগ্রন্থটি ২০০০ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পায়। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে কয়েকটি : "পহাড় পর লালটেন", "ঘর করা রাস্তা", "কবি কা অকেলাপন"। ২০২০ সালের ৯ ডিসেম্বর মাত্র ৭২ বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়]


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন