রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মহুয়া দাস-এর অনুবাদ কবিতা

ভ্লাদিমির ডলগভ


শেষ বসন্ত
পাখিরা শান্ত জবুথবু আজ
সারাদিন বৃষ্টি, শুধু বৃষ্টি, 
গাছেরা সবুজ এখন, 
মাকড়সার জালগুলো যেন শিশিরের ফোঁটা। 

শেষ বসন্তের বৃষ্টি
সারা রাত আমাকে গান শোনাল, 
জানালার গায়ে বাতাসের ঝাপট
আমাকে উদ্বেল করে তোলে। 

সন্ধের কুয়াশায় চারদিক 
দুধের মতো সাদা ও ঝাপসা এখন, 
বৃষ্টি থেমে গেছে সন্ধে সাতটায়, 
একটি মাকড়সা তার সূক্ষ্ম বাসায় 
হামাগুড়ি দিয়ে উঠছে, 
আর আমার মনে ভিড় করছে
যত ভালোবাসার সুর। 

[ভ্লাদিমির ডলগভ মিসিসিপির অধিবাসী। ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন তিনি শিক্ষাগ্রহণ করেন। কিন্তু কবিতা তাঁর ভালোবাসা। তাঁর কবিতায় জড়িয়ে থাকে প্রকৃতি প্রেম।]

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন