রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ইউসুফ মোল্লা-র কবিতা


যেখানে বসন্ত আসে না

যে পাতা হলুদ হতে জানে না,
সে ডালে কখনো বসন্ত আসে না।

তাই নিজেকে চিরনবীন করে রাখিনি কখনো।
অনবরত চোখ-দাঁত-চুল সবকিছু খসিয়ে দিয়েছি।
তোমাকে নবরূপে দেখবো বলে।

তোমার বুকে গজিয়ে উঠুক কিশলয়,
আর কোকিল গেয়ে যাক নতুনের জয়গান।

ফুল -ফল দিতে দিতে বার্ধক্যে পৌঁছে যাবে তুমিও একদিন,
ঠিক যেভাবে আজ বার্ধক্যে পৌঁছে গিয়েছে ওবাড়ির পিসি!

1 টি মন্তব্য: